দেশজুড়ে

ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝিনাইদহে মাদক মামলায় আনিচুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকেল ৩টার দিকে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম আজম এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আনিচুর রহমান মহেশপুর উপজেলার মকরধযপুর গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩ জুন জেলার মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ আনিচুর রহমানকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

এ মামলায় দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এমবিআর/জেআইএম