দেশজুড়ে

খালে পড়া ট্রেন উদ্ধারে ব্যাহত হচ্ছে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে দুর্ঘটনাস্থল থেকে রেলবগি উদ্ধারের জন্য সাময়ীকভাবে বন্ধ থাকা রেল যোগাযোগ বেলা পৌনে ২টা থেকে স্বাভাবিক হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বরমচাল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম। শনিবার সকাল থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

কুলাউড়ার ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, একটি বগি উদ্ধার হয়েছে। আরেকটি বগি উদ্ধার করা হবে। তার আগে সাময়িক সময়ের জন্য আটকে পড়া ট্রেনগুলো চলাচল করতে কাজ বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকারী ট্রেনটি লাইন থেকে সরিয়ে নিয়ে রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে। আরেকটি বগি তোলার জন্য আবারো কাজ শুরু হবে।

রিপন দে/এফএ/আরআইপি