দেশজুড়ে

গোয়ালঘরে মিললো ১৪ কেজি গাঁজা

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৪ কেজি গাঁজাসহ বাবুল (৩৮) ও এরশাদ (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার (১ জুলাই) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আখের আলীর ছেলে বাবুল। এরশাদও একই গ্রামের ইউনুস আলীর ছেলে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, তারা গোপন সূত্রে জানতে পারেন মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজা এনে নিজ বাড়িতে মজুত করেছে।

তিনি আরও জানান, সেই সংবাদের ভিত্তিতে ঘিবা ক্যাম্পের হাবিলদার মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা বাড়ির গোয়ালঘরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করেন। এরপর তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মো. জামাল হোসেন/এমএমজেড/এমএস