চুয়াডাঙ্গার দর্শনা চেক পোস্ট থেকে ১৮ হাজার ইউএস ডলার ও ৪ হাজার ৭১০ ভারতীয় রুপিসহ মিজানুর রহমান (২২) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।
আটক মিজানুর রহমান শরীয়তপুর জেলার জাজিরা থানার চরদুপুর বালিয়াকান্দি গ্রামের রতন ব্যাপারীর ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক নিস্তার আহমেদ জানান, জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোস্ট দিয়ে কতিপয় ব্যক্তি প্রায়ই ভারতে গমন করছেন- এমন সংবাদের ভিত্তিতে সকাল পৌনে ৯টায় ভারত হতে আসার পথে পাসপোর্ট যাত্রী মিজানুর রহমানকে আটক করা হয়। এ সময় তার ট্রলি ব্যাগ তল্লাশি করে ১৮ হাজার ইউএস ডলার, ৪ হাজার ভারতীয় রুপি এবং একটি মোবাইল আটক করা হয়।
আটককৃত ইউএস ডলার এবং ভারতীয় রুপি বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ ১৭হাজার ৭৪৬ টাকার সমপরিমাণ। এসব ইউএস ডলার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে ভারতীয় রুপি এবং মোবাইলসহ পুলিশের নিকট হস্তান্তর করা হবে।
সালাউদ্দিন কাজল/আরএআর/পিআর