দেশজুড়ে

রাজবাড়ীতে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

রাজবাড়ীতে মাদক মামলায় শাপলা বেগম নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাপলা বেগম রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মো. নীল চাঁদের স্ত্রী।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ মার্চ ২৫২ গ্রাম হেরোইনসহ শাপলা বেগমকে আটক করে রাজবাড়ী সদর থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত বুধবার এ রায় দেন।

রুবেলুর রহমান/এমবিআর/পিআর