মানসিক ভারসাম্যহীন পঞ্চাশোর্ধ্ব আব্দুল লতিফ মিয়া নিখোঁজ। বৃহস্পতিবার (১১ জুলাই) নিখোঁজ হন তিনি। তার সন্ধান চেয়েছে পরিবার।
নিখোঁজ আব্দুল লতিফ মিয়ার (৫৩) বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার হাসারগাঁও গ্রামে। খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী প্রজেক্টের এল ব্লকের ১০ নম্বর সড়কের ২৫ নম্বর বাসায় পরিবারের সঙ্গেই বসবাস করে আসছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি তিনি।
নিখোঁজের ভাই ফারুক হোসেন বলেন, ‘ভাইয়ের অনুপস্থিতি পরিবারে ভীষণ নাড়া দিয়েছে। তার চিকিৎসাও চলছিল। হঠাৎ তিনি নিখোঁজ হওয়ায় পরিবার ভীষণ চিন্তিত। নিখোঁজের ঘটনায় খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৭৩৮।’
তিনি আরও বলেন, ‘যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার ভাইয়ের সন্ধান পান তাহলে ডিএমপির খিলগাঁও থানায় অথবা নিন্মোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করছি। যোগাযোগ- ০১৮২০ ৫২১৪৪৭।’
জেইউ/এসআর/পিআর