কুষ্টিয়ার কুমারখালীতে সাবু (২০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি গ্রামের একটি কলাবাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।তিনি একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের স্বপন মণ্ডলের ছেলে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল শেখ জাগো নিউজকে জানান, সকালে চাপাইগাছি গ্রামের একটি কলাবাগানে একটি মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নিহতের পরিবার এসে মৃতদেহটি সনাক্ত করেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আল-মামুন সাগর/এমজেড/পিআর