জয়পুরহাটের ক্ষেতলালে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় রাব্বি ফকির (২৭) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার আলমপুরে শিবপুর-ফুলদিঘী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি ফকির উপজেলার বানাইচ গ্রামের জমির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বি ভ্যানগাড়িতে কয়েকজন যাত্রী নিয়ে শিবপুরে যাচ্ছিলেন। এ সময় শিবপুরগামী একটি বেপরোয়া গতির মোটরসাইকেল পেছন থেকে ভ্যানগাড়িটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে চালক রাব্বি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
রাশেদুজ্জামান/এমবিআর/এমএস