কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী কলেজের পাশে মাদরাসা মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার দুপুর ১২টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রাম সদরের করিমের খামার জিগামারীর ঘাট এলাকার শুকুর আলীর ছেলে মোস্তফা (৩৫) ও তার স্ত্রী জ্যোস্না (২৮) এবং মোস্তফার নানি আমেনা ওরফে জোহরা বেওয়া (৭৫)। এছাড়াও গুরুতর আহত অটোচালক মানিককে (৩৫) প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে মানিকের মৃত্যু হয়। নিহত মানিক রাজারহাট উপজেলার দুধখাওয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, কুড়িগ্রাম থেকে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে এক আত্মীয়ের বাড়ি লালমনিরহাট জেলার বড়বাড়ী যাচ্ছিলেন মোস্তফা। এ সময় কুড়িগ্রাম থেকে রংপুরগামী অর্পণ নামে মিনিবাসটি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। পরে বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় অটোরিকশা চালক মানিকের মৃত্যু হয়। এনিয়ে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত নিহত মোস্তফার এক মাত্র কন্যা মিম (১৫) ও অপর যাত্রীকে জাহেদুল ইসলামকে (৪৫) কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নাজমুল/আরএআর/পিআর