দেশজুড়ে

কলেজছাত্রীকে ধর্ষণ করলেন স্কুলের অফিস সহকারী

 

নোয়াখালীতে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্কুলের অফিস সহকারীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ধর্ষককে গ্রেফতার করা হয়।

সুধারাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ছাত্রীর (১৮) বড় বোন ধর্ষণ মামলা করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, শনিবার সকাল সাড়ে ৮টায় অরুন স্কুলের পাশ দিয়ে তার বোন যাওয়ার সময় স্কুলের অফিস সহকারী রাজু (২১) তাকে ধর্ষণ ও মারধর করে। পরিবারের পক্ষ থেকে দ্রুত ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

এফএ/এমএস