কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর এলাকায় হঠাৎ বজ্রপাতে মাঠেই নিস্তেজ হলো ২ শিশুর প্রাণ। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে শাপলাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৌলভী কাটায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ঘোনাপাড়ার মো. সরওয়ারের ছেলে মো. ওসমান গণি (১০) ও একই এলাকার আব্দুল জব্বারের মেয়ে সাদিয়া আক্তার (১০) ।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত সাদিয়ার ছোট বোন সায়মা জান্নাত (৬), মৌলভী কাটার আবুল কাসেমের ছেলে শামসুল আলম (৪০) ও মৃত করিম দাদের স্ত্রী ল্যাইলা বেগম (৪৫)।
আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় (৪ নম্বর ওয়ার্ডের) সদস্য মোহাম্মদ হোসেন বলেন, শিশু সায়মার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার বাবা।
ইউপি সদস্য মোহাম্মদ হোসেন আরও বলেন, বাড়ির পাশ থেকে ছাগল নিয়ে বাড়ি ফিরছিল ওসমান। তার সঙ্গে খেলা করছিল নিজের বোন ডেজি ও চাচাতো বোন সাদিয়া। একই মাঠে একটু দূরে ক্ষেতের কাজ করছিল অন্যরা। এসময় আকস্মিক বজ্রপাত সবাই আক্রান্ত হন। ঘটনাস্থলে ওসমান ও সাদিয়া নিহত হন। গুরুতর আহত হন বাকিরা।
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, বিষয়টি স্থানীয় সূত্রে জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহগুলো পরিবারেই রয়েছে।
সায়ীদ আলমগীর/এমএএস/জেআইএম