সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেছেন, আমি স্পষ্টভাষী মানুষ। আমি এখানে কাজ করতে এসেছি। আপনাদের উন্নয়নে ও সুনামগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এসেছি। আমি খুব পরিষ্কারভাবে কাজ করতে পছন্দ করি। আপনারা জানেন সামনে আমার জন্য কঠিন সময়।
তিনি বলেন, সামনে ঈদুল আজহা, জাতীয় শোক দিবস (১৫ আগস্ট), দুর্গা পূজাসহ বিভিন্ন রকমের অনুষ্ঠানের দায়িত্ব আমাকে নিতে হবে। সাংবাদিকরা হলেন আমাদেরই মতো। ঘটনার রহস্য উদঘাটন সাংবাদিকরাও করেন। তাই আমি আপনাদের সবাইকে বলতে চাই আমি কারও কোনো তদবির শুনব না। আইন তার নিজের গতিতে চলবে।
বুধবার বিকেলে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
তিনি বলেন, সাংবাদিক ভাইদের কাছে আমি একটি কথা বলতে চাই, যেকোনো ঘটনা ঘটুক না কেন আগে বিষয়টি আমাকে বা পুলিশকে জানালে ভালো হবে। কারণ আপনারা ঘটনা সবার আগে জানেন। তাই আমাদেরকে যদি বিষয়টি একটু অবগত করেন তাহলে কাজটা তাড়াতাড়ি সমাধান করা যাবে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান আরও বলেন, যে ব্যক্তি আমার অফিসে এসে অহেতুকু আমার তোষামোদ করবে আমি তাকে প্রথমে দালাল প্রকৃতির কিংবা টাউট বলে ধরে নেব। আমি কোনো রকমের তদবিরে বিশ্বাসী না। সরকার আমাকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব।
তিনি আরও বলেন, আমার জেলার সব ওসিকে নির্দেশ দেব সাংবাদিকদের ফোন ধরার জন্য। যদি কোনো সাংবাদিক মিথ্যা মামলা বা পুলিশের হয়রানির শিকার হন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি তদন্ত সাপেক্ষে বিষয়টি সমাধান করব।
এ সময় উপস্থিত ছিলেন- পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন-নবী, মো. আবু তারেক, মাহবুবুর রহমান, মাইন উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ ও সুনামগঞ্জ সদর থানা পুলিশের ওসি মো. সহিদুল ইসলাম প্রমুখ।
মোসাইদ রাহাত/এএম/এমকেএইচ