দেশজুড়ে

নৌকাডুবিতে একজনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ৫ জন

জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফের চাল নিয়ে বাড়ি ফেরার পথে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তালিকায় থাকা মৃত মজিবরের স্ত্রী রেজিয়া নামের এক নারী মৃতদেহ উদ্ধার করেছে তার স্বজনেরা। এখনও অন্তত ৫ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে যমুনা নদীতে প্রচণ্ড বাতাস ও তীব্র ঢেউ থাকায় তৃতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ বন্ধ রয়েছে।

চুকাইবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সেলিস খান জানিয়েছেন, যমুনা নদীতে আজও প্রচণ্ড বাতাস ও ঢেউ থাকায় উদ্ধার তৎপরতা বন্ধ রয়েছে। শুক্রবার দুপুরে স্বজনেরা নিখোঁজদের সন্ধানে গিয়ে সিরাজগঞ্জের কাছে পাতিলদহ চর থেকে রেজিয়া (৫০) নামের একজনের লাশ উদ্ধার করেছে। উদ্ধারকাজে থাকা স্থানীয় ইউপি মেম্বার কালাম মৃতের পরিচয় নিশ্চিত করেছেন।

উল্লেখ্যে, গত বুধবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে ফুটানি বাজার ঘাট থেকে যমুনা নদীর মাঝে চর হলকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে টিনের চরের কাছে মাঝ নদীতে পৌঁছালে নৌকাটি প্রবল বাতাস ও স্রোতে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে মৃত ও ২৪ জন জীবিত উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৫ জন। নৌকাটিতে মাঝিসহ ৩০ জন যাত্রী ছিল। এদিকে নিখোঁজদের এখনও কোনো সন্ধান না পাওয়ায় যমুনার দুর্গম চরাঞ্চলে ঘরে ঘরে চলছে আহাজারি।

আসমাউল আসিফ/এমএএস/এমকেএইচ