দেশজুড়ে

বন্যা কবলিতদের পাশে ডু সামথিং ফাউন্ডেশন

সিরাজগঞ্জ, গাইবান্ধা ও কুড়িগ্রামের ৮ শতাধিক বন্যা কবলিত মানুষের মাঝে সম্প্রতি ত্রাণ বিতরণ করেছে ডু সামথিং ফাউন্ডেশন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, স্যালাইন ও স্যানিটারি ন্যাপকিন।

অধ্যাপক ডা. রাশিদা বেগম, ডা. আবিদ হোসেন মোল্লাহ, ডা. নাহিদ ফারজানার সংগঠন উইন্ডোসহ বিভিন্ন চিকিৎসকের আর্থিক সহযোগিতায় এসব ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ডু সামথিং ফাউন্ডেশনের সভাপতি ডা. নাজমুল ইসলাম।

তিনি জানান, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও কুড়িগ্রামের বিভিন্ন দুর্গম চরাঞ্চলে আমাদের টিম ৮ শতাধিক মানুষের মাধে ত্রাণ বিতরণ করেছে। আমাদের লক্ষ্য ছিল দুর্গম এলাকাগুলো নিয়ে কাজ করার। যেখানে কেউ ত্রাণ পৌঁছাতে পারেনি। মানবিক দৃষ্টিকোণ থেকে কাজগুলো আমরা নিঃস্বার্থভাবে করে যাচ্ছি।

ডা. নাজমুল বলেন, এর আগেও ডু সামথিং ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য মানবিক কাজে অংশ নেয়া হয়েছে। এবার বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওইসব এলাকার অসহায় মানুষের মাঝে মাংস বিতরণের জন্য কিছু সাহায্য করা হয়েছে। যেন সমাজের অন্য সবার মতো অসহায় মানুষগুলোও কুরবানির মাংস খেতে পারে।

এমএএস/পিআর