দেশজুড়ে

ফরিদপুরে ডেঙ্গুতে এবার কলেজছাত্রের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরও এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এ নিয়ে হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪ জন আর জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৮ জন। বাকি ৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃত ওই কলেজছাত্রের নাম সুমন বাশার রাজু। রাজু মাগুরা জেলার শত্রুজিতপুর কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি মাগুরার চাঁদপুরের মিজানুর রহমানের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট ঈদের দিন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন সুমন বাসার রাজু। ৫ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি মারা যান।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বুলু বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সুমন বাসার রাজু। ৫ দিন চিকিৎসাধীন থাকার পর সকাল পৌনে ১০টার দিকে মারা যান তিনি।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৩ জন রোগী ভর্তি হয়েছে। আর শনিবার পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৬ জন।

সিকদার সজল/এফএ/এমএস