যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধু ছিলেন বিশাল হৃদয়ের অধিকারী। তার আজীবন লালিত স্বপ্ন ছিল বাঙ্গালিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। অথচ স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় পরিবারসহ তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়।
শনিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাতাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
জাহিদ আহসান রাসেল বলেন, বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলতে অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাঁর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যেতে শুরু করেছিল তখন কুচক্রী মহল তাঁকে হত্যা করে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তাঁর আদর্শকে ধারণ করে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া, পুলিশ সুপার শামসুন্নাহার, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ওয়াজ উদ্দিন মিয়া, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল হাদী শামীম, অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, আফজাল হোসেন সরকার রিপন, খালেদ হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম রিপন শাহ, সাংবাদিক মুকুল কুমার মল্লিক, ইকবাল আহমেদ সরকার, আমজাদ হোসেন, আলমগীর হোসেন, সৈয়দ লিটন, নজরুল ইসলাম আজহার প্রমুখ।
আমিনুল ইসলাম/আরএআর/এমকেএইচ