কিশোরগঞ্জের ভৈরবে বাসচাপায় ইব্রাহিম মিয়া (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লক্ষ্মীপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার চরমরজাল গ্রামের মনু মিয়ার ছেলে। তিনি ভৈরব রেলওয়ে সেতুর নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
জানা গেছে, আজ বিকেলে কনস্টেবল ইব্রাহিম তার মোটরসাইকেলে তেল ভরতে ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন লক্ষ্মীপুর এলাকার মিন্টুর পাম্পে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-১১-০০৬১) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু ঢাকায় পৌঁছার আগেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করবে বলেও জানান তিনি।
আসাদুজ্জামান ফারুক/এমবিআর/এমকেএইচ