দেশজুড়ে

বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ইমরান মোড়ল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে চুকনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান মোড়ল ডুমুরিয়া উপজেলার চুকনগর পঞ্চিমপাড়ার মিজানুর রহমান মোড়লের ছেলে।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আলমগীর হান্নান/আরএআর/এমকেএইচ