আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে আকাশ থেকে আকাশে গোলাবর্ষণ মহড়ার অংশ হিসেবে আকাশ থেকে আকাশে তাজা গোলা ও মিসাইল বর্ষণ অনুশীলন করবে।.
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন (ছুটির দিনসহ) সকাল ৮টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত এ মহড়া চলবে। এই সময়ে সকল প্রকার বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলা বর্ষণ এলাকা পরিহার করার জন্য অনুরোধ করা হলো।
জেপি/এনএফ/এমএস