দেশজুড়ে

নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ আলী (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সড়কুতিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

সৈয়দ আলী ওই গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির পাশে বাঁশ কাটতে যান সৈয়দ আলী। বাঁশ কাটার পর তা পাশে থাকা বৈদ্যুতিক তারে গিয়ে পড়ে। এতে বিদ্যুতায়িত হয়ে সঙ্গে সঙ্গেই তার মৃত্য হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

রেজাউল করিম রেজা/এমবিআর/জেআইএম