জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গিকার করেছেন গণপূর্ত অধিদফতরে (পিডব্লিউডি) কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা।
শনিবার (২১ সেপ্টেম্বর) গণপূর্ত ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (বাপিডিপ্রকৌস) ৩৫তম কাউন্সিলে সমিতির নবনির্বাচিত সভাপতি মির্জা এ টি এম গোলাম মোস্তফার ডাকে সাড়া দিয়ে বুকে হাত দিয়ে তারা এ অঙ্গিকার ব্যক্ত করেন।
দীর্ঘদিন অবরুদ্ধ থাকা সমিতির কার্যালয় খোলার পর নতুন করে উজ্জীবিত ডিপ্লোমা প্রকৌশলীদের এ কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) সভাপতি এ কে এম এ হামিদ।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন। কাউন্সিল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সমিতির সভাপতি মির্জা এ টি এম গোলাম মোস্তফা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. অমিনুল ইসলাম। এছাড়া সমিতির নেতাদের মধ্যে ১নং সদস্য মো. আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক এস. এম. আবু সায়েম প্রমুখ বক্তব্য রাখেন।
এইচএস/এএইচ/এমকেএইচ