দেশজুড়ে

এক বছরে ৫৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন প্রকৌশলী

উন্নয়ন প্রকল্পের টেন্ডারে অনিয়ম ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার হওয়ার পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইউনুছ শরীফকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

রেজিস্ট্রার অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, দুদকের হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে থাকায় পবিপ্রবির কর্মচারী আচারণ ও শৃঙ্খলা বিধির ৯(৪) ধারা অনুযায়ী অভিযুক্ত প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

১০ সেপ্টেম্বর অর্থ আত্মসাতের মামলায় পবিপ্রবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইউনুছ শরীফকে কার্যালয় থেকে গ্রেফতার করে দুদক। পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহার আলী সরদারের নেতৃত্বে দুদকের একটি টিম তাকে গ্রেফতার করে জেলা দুদক কার্যালয়ে নিয়ে যায়। পরে তাকে অর্থ আত্মসাতের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে সোপর্দ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

জানা যায়, ৫৩ লাখ ৫০ হাজার ৩৯০ টাকা আত্মসাতের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইউনুছ শরীফের বিরুদ্ধে মামলা করা হয়। ২০১৬ সালের ২১ জুন থেকে ২০১৭ সালের ৩০ জুনের মধ্যে এসব টাকা আত্মসাৎ করেছেন তিনি।

মামলার এজাহারে, ইউনুছের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রকল্পের দরপত্র নিয়ে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্ত করছেন জেলা সমন্বিত দুদক কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার।

পড়ুন : দুর্নীতি সংক্রান্ত আরও খবর

মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/এমকেএইচ