দেশজুড়ে

৯৯৯ নম্বরের সুফল

যশোরের মণিরামপুুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর বাল্য বিয়ের আয়োজন বন্ধ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ৯৯৯ নম্বরের কল পেয়ে খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সালাউদ্দিন সরেজমিন কোদলাপাড়া গ্রামে কনের বাড়িতে গিয়ে এ আয়োজন বন্ধ করে দেন।

রাতে একই উপজেলার হরিহরনগর ইউপির গোয়ালবাড়ি গ্রামের সোহরাব হোসেনের বিদেশ ফেরত ছেলে আব্দুল আলীমের সঙ্গে ওই ছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছিল। এসআই সালাউদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে ৯৯৯ নম্বরের মাধ্যমে জানতে পারেন কোদলাপাড়া গ্রামের ৮ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর গোপনে বাল্য বিয়ের আয়োজন করছে তার পরিবার। এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলামকে সঙ্গে নিয়ে তিনি কনের বাড়িতে যান। বাড়িতে গিয়ে কনের বাবা-মাকে পাওয়া যায়নি। মেয়েটি ওই সময় স্কুলের ৮ম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছিল। তবে কনের বাড়িতে আত্মীয় স্বজন দেখে বিয়ের প্রস্তুতি চলছিল বলে মনে হয়েছে। রাতে বিয়ে হওয়ার কথা ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।

তিনি আরও জানান, মোবাইল ফোনে বর ও কনের বাবার সঙ্গে কথা বলে বিয়ের আয়োজন বন্ধ করা হয়েছে। কনের বয়স ১৮ বছর না হলে কোনো পক্ষ এ বিয়েতে এগুবেনা বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

মিলন রহমান/এমএএস/এমকেএইচ