দেশজুড়ে

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ (৩২) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ উপজেলার সদাবরি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পলাশ কার্পাসডাঙ্গা ইউনিয়ন সংলগ্ন ইমাম হাসানের দোতলা বাড়ির নির্মাণ কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে হাত লাগলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সালাউদ্দিন কাজল/এমবিআর/এমকেএইচ