দেশজুড়ে

একটানা ২১ বছর ক্ষমতায় ছিল স্বাধীনতাবিরোধীরা : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, স্বাধীনতাবিরোধীরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, একটানা ২১ বছর ক্ষমতায় ছিল। যে ময়েজউদ্দিন দেশের চরম দুর্দিনে নেতৃত্ব দিয়েছিলেন সেই ময়েজউদ্দিনকেও হত্যা করেছে স্বাধীনতাবিরোধীরা।

রোববার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ময়েজউদ্দিনের স্মরণসভায় এসব কথা বলেন তিনি।উপজেলার নোয়াপাড়া এলাকার শহীদ ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যখন দলকে নেতৃত্ব দেয়ার মতো কোনো স্থান ছিল না তখন ময়েজউদ্দিন তার নিজ বাসায় বসে দিশেহারা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ময়েজউদ্দিনকে হারিয়ে শুধু কালীগঞ্জ বা গাজীপুর নয়, পুরো দেশ হারিয়েছে একজন সত্যিকারের দেশপ্রেমিককে।

সভাপতির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং শহীদ ময়েজউদ্দিনের মেয়ে মেহের আফরোজ চুমকি বলেন, স্বৈরাচারের দোসররা আমার বাবাকে হত্যা করে কালীগঞ্জের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। কিন্তু কালীগঞ্জের মানুষের ভালোবাসায় বাবার রেখে যাওয়া কাজগুলো সমাপ্ত করছি আমি। স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়ার পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় তাঁতী লীগ নেতা খগেন্দ্র চন্দ্র দেবনাথ, কেন্দ্রীয় যুবলীগ নেতা অধ্যাপক আমজাদ হোসেন ও কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ।

আব্দুর রহমান আরমান/এএম/এমএস