দেশজুড়ে

১৫ লাখ টাকার ইয়াবা পাওয়ায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

নাটোরে পাঁচ হাজার পিস ইয়াবা মজুত রাখার দায়ে সেলিম শেখ ওরফে সোহাগকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক এ রায় দেন।

আদালতের এপিপি মাসুদ হাসান বলেন, ২০১৭ সালের ১ জানুয়ারি নাটোর শহরের কানাইখালি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ভবনের মালিক ফরিদ রেজার তিনতলা ভবনের নিচতলার ভাড়াটিয়া সেলিম শেখ ওরফে সোহাগের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

এ ঘটনায় সদর থানায় মামলা করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার দুপুরে সেলিম শেখ ওরফে সোহাগকে ১৪ বছর কারাদণ্ড দেন আদালত। এ সময় আদালতে উপস্থিত ছিলেন সেলিম শেখ।

রেজাউল করিম রেজা/এএম/জেআইএম