দেশজুড়ে

টাঙ্গাইলে যৌনপল্লীতে আগুন, ৩০ ঘর ভস্মীভূত

টাঙ্গাইলে যৌনপল্লীতে অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি ঘর ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার কান্দাপাড়ার ওই পল্লীর একটি ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। পরে দ্রুত তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওই পল্লীর বাসিন্দারা জানান, যৌনপল্লীর রহিম কর্মকারের বাড়ির এক ভাড়াটিয়া দুপুরের রান্না বসিয়ে বাইরে পানি আনতে যায়। এ সময় গ্যাস সিলিন্ডারের ত্রুটির কারণে ওই ঘরে আগুন লেগে মুহূর্তের মধ্যে তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০টি ঘর পুড়ে যায়। এছাড়া আগুনের লেলিহান শিখায় পার্শ্ববর্তী দুটি বাড়িতে আগুন লেগে আরও ৩০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। এতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন প্রায় ১০০ জন যৌনকর্মী।

ভুক্তভোগী কয়েক যৌনকর্মী বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা জীবন বাঁচাতে এক কাপড়ে বেরিয়ে আসি। ঘরে রাখা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, আসবাবপত্র, বাড়ির দলিলপত্র কোনো কিছুই বের করতে পারিনি। সব হারিয়ে এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে মুহূর্তেই তিনটি বাড়ির ৩০টি ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলেও জানান তিনি।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। সেখানে যাতে লুটপাটের কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ তৎপর।

আরিফ উর রহমান টগর/এমবিআর/এমকেএইচ