অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে মৌলভীবাজার শহরের ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের টিসি মার্কেট, কোর্ট রোড ও পুরাতন হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আল-আমিন।
জাগো নিউজকে তিনি বলেন, গুজব ছড়িয়ে পেঁয়াজের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। তাদের ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রিতে বাধ্য করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানকালে কোর্ট রোডে অবস্থিত রকিব ষ্টোরকে ১০ হাজার টাকা, টিসি মার্কেটে অবস্থিত দয়াল ষ্টোরকে ৩ হাজার টাকা, পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত নিউ নাগ ব্রাদার্সকে ৩ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
রিপন দে/এমএমজেড/এমএস