ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর গ্রামে সাপের কামড়ে রামজান আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। রামজান আলী ওই গ্রামের মৃত ভাগাই সরদারের ছেলে। এ নিয়ে গত এক মাসে ঝিনাইদহে সাপের কামড়ে ১০ জনের মৃত্যু হলো।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে রমজান আলী সুন্দরপুর গ্রামের মাঠে ঘাস কাটতে যান। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তিনি দৌড়ে বাড়ি আসলে পরিবারের লোকজন স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। সেখান থেকে বাড়ি নিয়ে আসলে আবারও অসুস্থ হয়ে পড়েন রমজান আলী। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সংগীতা চৌধুরী জানান, সাপে কামড়ানোর প্রায় তিন ঘণ্টা পর রমজান আলীকে হাসপাতালে আনা হয়েছিল। অনেক দেরিতে তার চিকিৎসা শুরু হয়। আরও আগে হাসপাতালে আনলে তাকে এন্টিভেনাম দিয়ে যশোর কিংবা ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে হয়তো বাঁচানো যেত।
পড়ুন- সাপ সংক্রান্ত আরও খবর
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমকেএইচ