দেশজুড়ে

সুবর্ণচরের সেই জননীকে গণধর্ষণের মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

নোয়াখালীর সুবর্ণচরে গত ৩০ ডিসেম্বর চার সন্তানের জননীকে গণধর্ষণের মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা চলে সাক্ষ্যগ্রহণ ও জেরা। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সামছুদ্দিন খালেদ বাদীর সাক্ষ্যগ্রহণ করেন।

জানা যায়, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা রুহুল আমিনসহ ১৬ আসামির প্রত্যেকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৩ ধারায় গত ১৯ সেপ্টেম্বর চার্জ গঠন করেন একই আদালত। ওই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল এদিন।

বাদীপক্ষের আইনজীবী রবিউল হাসান পলাশ জানান, মামলার ১৬ আসামির মধ্যে দুজন পলাতক। অপর ১৪ আসামি জেলহাজতে। আজ বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার মূল বিচার কাজ শুরু হয়েছে। আদালতে বাদী প্রথম দফায় তার বক্তব্য পেশ করেন।

মিজানুর রহমান/এমএএস/পিআর