জামালপুরের মাদারগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
নিহতদের মধ্যে উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী গ্রামের মহির উদ্দিনের মেয়ে শিশু সাদিয়া আক্তার মীম (২) ও একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত সুলতান আহাম্মেদের ছেলে রিয়াজ আহাম্মেদ (২২) রয়েছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার বালিজুড়ি বাজার থেকে মিলন বাজার যাওয়ার পথে মিলন বাজারের পশ্চিম পাশে যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু মীম ঘটনাস্থলেই মারা যায় ও মোটরসাইকেল চালক রিয়াজ আহাম্মেদকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় ইজিবাইকের অপর ছয় যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা খবর দিলে আহতদের মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে নেয় ফায়ার সার্ভিস কর্মীরা।
আহতদের মধ্যে ইব্রাহীম (৪৮), আশা (২৫), লেমন সরকার (১৮), আলমগীর হোসেন (৫৫), সাব্বির (৬), শিফাতের (১৮) অবস্থা গুরুতর হওয়ায় মাদারগঞ্জ উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে রাতেই তাদের উন্নত চিতিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে জানান তিনি।
আসমাউল আসিফ/এএইচ