পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের মা মা চয়ই পরলোকগমন করেছেন। শনিবার রাত ১১টার দিকে বান্দরবান শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন বাস ভবনে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মা চয়ই’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের সমবেদনা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।
সৈকত দাশ/এমএমজেড/পিআর