সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে শহরের পলাশপোল এলাকা থেকে প্রথমে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপরজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পায়কাড়া গ্রামের মমর আলী সানার ছেলে জহুর আলী সানা ও যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকার জোহা মুনশির ছেলে জাহিদ হাসান।
মঙ্গলবার সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শহরের পলাশপোল এলাকা থেকে প্রথমে জহুর আলী সানাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে যশোরের ভাঙ্গাগেট এলাকা থেকে জাহিদ হাসানকে আটক করা হয়েছে। তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
আকরামুল ইসলাম/এমবিআর/পিআর