সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইলিশ ধরার বিরুদ্ধে অভিযান চালানোর সময় চাঁদপুরে নৌপুলিশের ওপর হামলা চালিয়েছে জেলেরা। এ সময় পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।। এ ঘটনায় পুলিশের দুই সদস্য ও এক জেলে আহত হয়েছেন। পরে ৯ জেলেকে আটক করা হয়।
বুধবার সকালে মেঘনা নদীর রাজরাজেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ২৬ কেজি মা-ইলিশ, ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং দুটি নৌকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় নিয়মিত মামলার পর কারাগারে পাঠানো হয়েছে।
একই দিন আরও দুই স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করে নৌপুলিশ। পরে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইকরাম চৌধুরী/এমএমজেড/জেআইএম