তিনি পেশায় হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তার কাছ থেকে পাওয়া গেল নগদ এক লাখ ৩৩ হাজার ৩২ টাকা।
জামালপুর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত গোলাম মোস্তফা খোকন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের একটি বিশেষ টিম বুধবার (১৬ অক্টোবর) খোকনকে ৩৬ হাজার টাকা ঘুষসহ আটক করে। এ সময় প্যান্টের পকেট থেকে আরও ২৭ হাজার ৩২ টাকা এবং তার ব্যবহৃত স্টিলের আলমারি থেকে ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। অতিরিক্ত টাকার বিষয়ে গোলাম মোস্তফা খোকন তাৎক্ষণিক সদুত্তর দিতে পারেননি।
এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমইউ/এসআর/এমএস