সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটার একটি মাছের ঘের থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পাটকেলঘাটা থানা পুলিশ নগরঘাটা এলাকার সমনডাঙ্গার ঘের থেকে মরদেহটি উদ্ধার করে।
পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, নগরঘাটার বিলে একটি মাছের ঘেরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। বয়স আনুমানিক ২২ বছর। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ওসি বলেন, মরদেহটি কয়েকদিন আগের হওয়ায় পচে গেছে। শরীরের অধিকাংশ জায়গা মাছ খেয়ে ফেলেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/আরএআর/এমকেএইচ