যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান ও ইকবাল হোসেনের ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তাদের সঙ্গে রয়েছেন আরও এক ব্যক্তি।
তাস খেলার ফাঁকে ফাঁকে ইয়াবা সেবন করছেন তারা। সম্প্রতি তাদের ইয়াবা সেবনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। কয়েকদিন আগে তাদের ইয়াবা সেবনের একটি ভিডিও ফাঁস হয়। ভিডিটিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের বাবলাতলা এলাকার বাসিন্দা পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজে মাঝেমধ্যে তাস খেলার আসর বসান কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান। তাস খেলার পাশাপাশি সেখানে ইয়াবা সেবনের আসর বসে।
কোতোয়ালি থানা পুলিশের কয়েকজন সদস্য রাতের বেলায় পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজে অবস্থান করেন। সেখানে প্রায়ই বসে ইয়াবা সেবন ও তাস খেলার আসর। সম্প্রতি তাদের ইয়াবা সেবনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। কয়েকদিন আগে তাদের ইয়াবা সেবনের একটি ভিডিও ফাঁস হলে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া তাদের ইয়াবা সেবনের ছবি ও ভিডিও এখন বিভিন্ন মানুষের মোবাইলে ঘুরছে।
ভিডিওতে দেখা যায়, কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান ও ইকবাল হোসেনসহ আরও এক ব্যক্তি খালি গায়ে পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজে তাস খেলছেন। এরই ফাঁকে ফাঁকে ইয়াবা সেবন করছেন এসআই আমিরুজ্জামান ও ইকবাল। তবে পাশে বসে ইয়াবা সেবন করা ওই ব্যক্তির মুখ ভিডিওতে দেখা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি আমি দেখিনি, তবে এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ ছড়িয়ে দিয়েছে।
জানতে চাইলে যশোরের পুলিশ সুপার মঈনুল হক বলেন, দুই এসআইয়ের ইয়াবা সেবনের ভিডিও কিংবা ছবি ফাঁসের কোনো তথ্য আমার কাছে নেই। তারা জড়িত থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মিলন রহমান/এএম/জেআইএম