দেশজুড়ে

ভাইরাল হওয়া ‘আপত্তিকর’ ছবি নিয়ে যা বললেন যুবলীগ নেতা

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান।

রোববার সকাল ১০টার দিকে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ব্যক্তিগত আপত্তিকর ছবি ভাইরাল করেছেন তারা নিজেদের হীনমন্যতার পরিচয় দিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামরুল হাসান কামরান বলেন, উপজেলায় রাজনীতির ময়দানে আমার জনপ্রিয়তা থাকায় আমাকে হেয়প্রতিপন্ন করার হীন চক্রান্তে লিপ্ত হয়েছে একটি স্বার্থান্বেষী মহল। তারই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকার ফেসবুক আইডি থেকে আমার ও আমার স্ত্রীর অন্তরঙ্গ ছবি এবং বিভ্রান্তিকর সংবাদ ভাইরাল করা হয়।

তিনি বলেন, আমার বিষয়ে অপপ্রচার ঠেকাতে আমার ছোট ভাই কাউসার এবং রাজনৈতিক সহযোদ্ধা কামরুল ফেসবুকে প্রতিবাদ জানালে তাদের হয়রানি করতে মামলা করা হয়েছে। বর্তমানে তারা পালিয়ে বেড়াচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমি এই হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ জানাই।

কামরুল হাসান কামরান চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমার বিরুদ্ধে প্রচারিত সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কখনও চাঁদাবাজি, মাদক ও জুয়ার সঙ্গে সম্পৃক্ত না। উপজেলায় আমার রাজনৈতিক জনপ্রিয়তায় ক্ষিপ্ত হয়েই একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।

সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম কামরানের প্রথম স্ত্রী শিউলী খাতুন ও দ্বিতীয় স্ত্রী মিফতাহুল জান্নাত মিষ্টিসহ দুপক্ষের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

রেজাউল করিম রেজা/আরএআর/এমএস