নড়াইলকে অন্ধত্বমুক্ত করতে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৮শ রোগীর চোখের চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা দেয়া হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাশরাফির বাবা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মোর্তজা স্বপন, ফাউন্ডেশনের সহ-সভাপতি নাহিদুর রহমান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত দত্ত, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ক্যাম্প কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান।
চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. আরশিয়া মুন্নি এবং ডা. অনিক প্রায় ৮শ রোগীর চোখ পরীক্ষা করেন। এর মধ্য থেকে জটিল ছানিপড়া ৬১ জন রোগী বাছাই করে তাদের বিনা খরচে অপারেশন, লেন্স, চশমাসহ চিকিৎসা সেবা দেবে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল।
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক এমপি মাশরাফি বিন মোর্তজার হাতে গড়া প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে এ চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়।
হাফিজুল নিলু/এমএএস/জেআইএম