দেশজুড়ে

ইজিবাইক থেকে পড়ে প্রাণ গেল মাদরাসাছাত্রীর

যশোরের ঝিকরগাছায় ইজিবাইক থেকে পড়ে গিয়ে লিপি আক্তার (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার শংকরপুর কুলবাড়িয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বাগআঁচড়া-জেকাঠি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার উপজেলার কুমরি গ্রামের কওছার আলীর মেয়ে ও বাগআঁচড়া সিদ্দিকীয়া সিনিয়র ফাযিল মাদরাসার প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিহতের সহপাঠী পারুল আক্তার জানান, লিপি আজ সকালে না খেয়েই মাদরাসায় আসে। এতে দুইটি ক্লাস করার পর তার খাপার লাগা শুরু হয়। তাই ছুটি নিয়ে সে ইজিবাইকে করে বাড়ি ফিরছিল। পথে কুলবাড়িয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ মাথাঘুরে ইজিবাইক থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগআঁচড়া ক্লিনিকে নিয়ে গেলে বর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. জামাল হোসেন/এমবিআর/পিআর