ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে রাজবাড়ীতে গতকাল শুক্রবার বিকেল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে শান্ত রয়েছে পদ্মা নদী। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
দৌলতদিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মো. মোফাজ্জেল হোসেন জানান, গতকাল বিকেল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। যে কারণে যাত্রীদের একটু সমস্যা হচ্ছে। তবে নদী শান্ত রয়েছে এবং স্বাভাবিকভাবে লঞ্চ চলাচল করছে। এ রুটে কোনো সংকেতও নেই।
বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়েনি এবং কোনো সতর্ক সংকেত নেই। নদীও শান্ত রয়েছে। আবহাওয়া ভালো থাকায় স্বাভাবিকভাবে ফেরি চলাচল করছে। বর্তমান এ রুটে ছোট বড় ১৭টি ফেরি চলাচল করছে। নদী পারের অপেক্ষোয় থাকা যানবাহনের তেমন চাপ নেই।
রুবেলু রহমান/আরএআর/এমএস