দেশজুড়ে

বাবা মাছ ধরায় ব্যস্ত, পানিতে ডুবে মেয়ের মৃত্যু

বাবা ছিলেন মাছ ধরায় ব্যস্ত, তাই খেয়ালই করেননি কখন পুকুরে পড়ে গেছে আদরের মেয়ে সামিয়া খাতুন (৮)। মঙ্গলবার (১২ নভেম্বর) ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাঁচলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, আব্দুর রশিদ মেয়ে সামিয়াকে নিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যান। এক পর্যায়ে পুকুরে পড়ে যায় সামিয়া। কিন্তু তা খেয়ালই করেননি মাছ ধরায় ব্যস্ত বাবা।

তারা আরও জানান, পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে শিশু সামিয়াকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএমজেড/এমএস