দেশজুড়ে

মেহেরপুরেও বাস বের করছেন না চালকরা

নতুন সড়ক ও পরিবহন আইন সংশোধনের দাবিতে মেহেরপুরে আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চালকরা বাস না চালানোর সিদ্ধান্ত নেন। এর ফলে মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-মুজিবনগর সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন চালকরা। তারা সড়ক পরিবহন আইনের বেশ কিছু ধারার সংশোধন চান। এটা ইউনিয়নের কোনো সিদ্ধান্ত নয়। আগামী ২১ তারিখ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নেতারা বৈঠকে বসবেন। ওই বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি নেয়া হবে।

আসিফ ইকবাল/এমএমজেড/এমকেএইচ