দেশজুড়ে

নোয়াখালীতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির দাবিতে নোয়াখালীতে বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা শহর মাইজদীর নোয়াখালী প্রেস ক্লাবের সামনে ও এর আশেপাশের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টা থেকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হয়। দুপুর ১২টার দিকে সেখানে একটি মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ লেগে যায়। পরে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দিলে এর আশেপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে যায়।

সংঘর্ষের পর দুপুরে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের মাইজদী শহরের বাস ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নেতারা জানান, বিনা উসকানিতে তাদের মিছিলে বাধা দেয় এবং নেতাকর্মীদের লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জের কারণে বিএনপির ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্যাহ আল নোমান, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান ও ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমুখ।

এ বিষয়ে সুধারাম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বলেন, সমাবেশ করার কোনো অনুমতি ছিল না বিএনপির। তারপরও সমাবেশ করছিল তারা। এরই মধ্যে মিছিল থেকে হঠাৎ বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।

মিজানুর রহমান/এএম/এমকেএইচ