চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি এতিমখানার দোতলার ছাদ ধসে অর্ধশত আহত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা সবাই এতিমখানার ছাত্র।
আহতদের মধ্যে অন্তত ২৫ জনকে মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকিদের পাঠানো হয়েছে স্থানীয় আনন্দবাজার, ছেংগারচর বাজার ও মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, আগামী ১৬ ডিসেম্বর ফরাজীকান্দি আল আমিন এতিমখানা থেকে একটি টিম জাতীয় প্যারেড গ্রাউন্ডে, একটি টিম চাঁদপুর জেলা স্টেডিয়ামে এবং একটি টিম মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজ প্রদর্শন করতে পাঠানো হবে। সেই কারণে টিম লিডার মোহাম্মদ হোসেন এতিমখানার কুচকাওয়াজে অংশ নেয়া শিক্ষার্থীদের নিয়ে টিম মিটিং করছিলেন। এ সময় এতিমখানার বর্ধিত অংশের দোতলার ছাদ ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
ইকরাম চৌধুরী/এমএসএইচ