দেশজুড়ে

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ (ফালু মার্কেট) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমদাদুল হক (১৮) নামে এক যুবক মারা গেছেন। শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত এমদাদুল ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফালু মার্কেটের পাশে কয়েক বন্ধু নিয়ে এমদাদুল হক ব্যাডমিন্টন খেলছিল। খেলা শেষে বৈদ্যুতিক লাইনের সংযোগটি বিচ্ছিন্ন করার সময় সে হাতে থাকা ব্যাট (র‌্যাকেট) দিয়ে বিদ্যুতের তারে আঘাত করে। এতে তার ছিঁড়ে এমদাদের গায়ে পড়লে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হুজ্জাতুল পলাশ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শিহাব খান/এমএমজেড/পিআর