দেশজুড়ে

থানার দেয়ালে ওয়ারেন্টভুক্ত আসামিদের নামের তালিকা

সাধারণ মানুষ ও অপরাধীদের সচেতন করার লক্ষ্যে রাজবাড়ীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের নামের তালিকা দেয়ালে টাঙানো হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজবাড়ী সদর থানার সামনের দেয়ালে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত প্রায় দুই হাজার আসামির নামের তালিকা লাগানো হয়েছে।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন মজুমদার বলেন, পুলিশ সুপারের নির্দেশে রাজবাড়ী সদর থানার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের নামের তালিকা প্রিন্ট করে থানার দেয়ালে লাগানো হয়েছে। এর আগে ইউনিয়ন পরিষদগুলোতেও এসব নামের তালিকা লাগানো হয়। এতে সাধারণ মানুষ ও অপরাধীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে।

রুবেলুর রহমান/এএম/জেআইএম