একসময় তারা ভালো বন্ধু ছিলেন। একসঙ্গে সিনেমা-পার্টিতে অংশ নিয়েছেন। সময়ের ফেরে এখন সম্পর্কটা বউ-শ্বশুরের। বলছি অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা সঞ্জয় কাপুর।
সঞ্জয়ের ভাতিজা অর্জুন কাপুরের হবু স্ত্রী মালাইকা। সেইদিক থেকে তাদের সম্পর্কটা চাচা শ্বশুর ও ভাতিজা বউয়ের। তাতে কী! দুজনে এখনো ভালো বন্ধু।
তারই প্রমাণ মিললো টুইটারে। মালাইকা প্রতি সোমবার পোস্ট করেন #MondayMotivation ট্যাগ দিয়ে। এই সোমবারেও তার অন্যথা হয়নি। প্রতিটি ভিডিওতেই মালাইকা তার শরীরকে তুলে ধরেন নানা ভঙ্গিমায়; আবেদনে। সেইসব ভিডিও শিহরণ জাগায় নেটিজেনদের মনে।
পোস্ট করলেই ভাইরাল হয় সেসব। এবারেও তাই-ই। নতুন একটি ভিডিও তিনি পোস্ট করেছেন। সেখানে মালাইকার যোগাসন দেখে মুগ্ধ হলেন অর্জুনের চাচা সঞ্জয়। মুগ্ধতা প্রকাশ করলেন ‘বাহ’ মন্তব্য করে।
মালাইকার যোগাভ্যাস দেখে মনে হয়েছে, তার শরীর যেন স্প্রিংয়ের। যেমন ইচ্ছে ভেঙেচুরে নিতে পারেন। ফলে, প্রতিটি আসনই তার সাবলীলতায় হয়ে ওঠে মনোগ্রাহী।
এই ভিডিও দেখে ‘কামিনী’ বলে মালাইকাকে সম্বোধন করেছেন বন্ধু-কোরিগ্রাফার-পরিচালক ফারহা খানও।
View this post on InstagramA post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on Nov 25, 2019 at 1:43am PST
এলএ/এমকেএইচ