ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক স্কুলছাত্রীকে হাঁসের খামারে নিয়ে জোরপূর্বক ধর্ষণের মামলায় কালু মিয়া (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলার অন্য তিন আসামি সুজন মিয়া, আনোয়ার হোসেন ও উজ্জল মিয়ার দোষ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক হাসানুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
আদালতের পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) নাজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৬ জুন বিকেলে জেলার বিজয়নগর উপজেলায় ৯ বছরের এক স্কুলছাত্রী মাঠে গরু চরাতে যায়। এ সময় উপজেলার পত্তন ইউনিয়নের চাউরাখোলা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে কালু মিয়া জোরপূর্বক তাকে একটি হাঁসারে খামারে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুর চাচা বাদী হয়ে কালু মিয়াসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এই রায় দেন।
আজিজুল সঞ্চয়/এমবিআর/পিআর