ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অভিযোগে সিলগালা হওয়া স্মল ট্রেডার্স কো-অপারেটিভ (এসটিসি) ব্যাংক খুলে দেয়া হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম নিজে উপস্থিত থেকে এসটিসি ব্যাংকের শহরের চৌরাস্তা শাখা অফিসের সিলগালা খুলে দেন।
প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, ১৯৭৬ সালে সমবায় অধিদফতরের নিবন্ধন নিয়ে নারায়ণগঞ্জে সংস্থাটি কার্যক্রম শুরু করে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের আদেশ বলে ২০১২ সালে সারাদেশে কার্যক্রম শুরু করা হয়। সর্বশেষ ১১ নভেম্বর সুপ্রিম কোর্ট আরেক আদেশে আগামী এক বছরের জন্য সারাদেশে কার্যক্রম পরিচালনার মেয়াদ বাড়িয়ে দেয়।
এদিকে সমবায় সমিতির নিবন্ধন নিয়ে ব্যাংক নামধারী কোনো প্রতিষ্ঠান চলতে পারে না মর্মে ২৬ নভেম্বর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঠাকুরগাঁও শহরে অবস্থিত প্রতিষ্ঠানটির দুটি শাখা সিলগালা করে দেয় উপজেলা সমবায় অফিস।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, স্মল ট্রেডার্স কো অপারেটিভ সোসাইটি লিমিটেড সারাদেশে শাখা খুলে কার্যক্রম পরিচালনা করছে। এসব শাখা পরিচালনার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় এগুলো বন্ধের বিষয়ে ঢাকা সমবায় অধিদফতর থেকে ঠাকুরগাঁও জেলা সমবায় অফিসে একটি লিখিত নির্দেশনা আসলে আমরা সে মোতাবেক শহরের চৌরাস্তা শাখা ও ঠাকুরগাঁও রোড শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেগুলো সিলগালা করি।
এমবিআর/জেআইএম